অনুসন্ধান পরামর্শ

স্বাগতম পাতা

মোঃ আনোয়ারুল ইসলাম

সচেতনতার বার্তা

আমি Instadoodle ভিডিও, সচেতনতা ভিত্তিক কনটেন্ট এবং সহজ ভাষায় জীবনমুখী শিক্ষা ও ডিজিটাল গাইড শেয়ার করি।

আমার তৈরি ভিডিও ও লেখাগুলো দেখতে সব পোস্ট দেখুন →

ছবি মোঃ আনোয়ারুল ইসলাম

পরিচয়

সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। আমার মূল উদ্দেশ্য—ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের চিন্তাধারায় স্বচ্ছতা ও মূল্যবোধ তৈরি করা।

  • ডিজিটাল ক্রিয়েটর
  • সচেতনতা কর্মী
  • ওয়েব ডিজাইনার

মিশন

সহজ ভাষায় শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান উপস্থাপন করে মানুষকে সচেতন ও দায়িত্বশীল করে তোলাই 'বাই আনোয়ারুল'-এর মূল লক্ষ্য।

ব্যক্তিগত সম্মাননা ও স্বীকৃতি

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঘটনাসমূহের সময় আমি একজন আহত ব্যক্তি হিসেবে ক্ষতিগ্রস্ত হই। উক্ত ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে “জুলাই যোদ্ধা” হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

দ্রষ্টব্য: এই স্বীকৃতি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সম্মাননা। এই ওয়েবসাইট বা এর কোনো কনটেন্ট বাংলাদেশ সরকার বা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত বা অনুমোদিত—এমন কোনো দাবি করা হচ্ছে না।

ভবিষ্যৎ পরিকল্পনা

  • সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা।
  • ডিজিটাল দক্ষতা ও ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম ধাপে ধাপে বিস্তৃত করা।
  • সমাজসেবামূলক উদ্যোগকে নিয়মিত, সংগঠিত এবং দীর্ঘমেয়াদে কার্যকর রূপ দেওয়া।

পথচলা

বগুড়ার সারিয়াকান্দির বাঁশহাটা গ্রামের নিভৃত পরিবেশেই আমার বেড়ে ওঠা। শৈশব থেকেই প্রযুক্তির প্রতি কৌতূহল আর সমাজের জন্য কিছু করার প্রবল ইচ্ছা ছিল। সেই স্বপ্নই আজ বাস্তবে রূপ নিয়েছে—লেখালেখি, ভিডিও এবং ডিজিটাল কনটেন্টের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টায়।

শিক্ষা

প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের চিন্তার জগতকে প্রসারিত করে। গ্রামবাংলার প্রকৃতির সান্নিধ্যে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত—আমার এই শিক্ষাজীবনই আজকের পথচলার শক্ত ভিত্তি।

  • প্রাথমিক শিক্ষা সমাপনী (PSC)
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC)
  • উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC)

কর্মজীবন

২০১২ সাল থেকে টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলেছি। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের এই পথচলায় সহকারী হিসেবে শুরু করে ধাপে ধাপে দায়িত্বশীল অবস্থানে পৌঁছেছি। প্রতিটি কর্মক্ষেত্রই আমাকে বাস্তব অভিজ্ঞতা ও পেশাদারিত্ব শিখিয়েছে।

  • লিবার্টি ওয়াশিং লিমিটেড – সহকারী (২০১২)
  • আইরিশ ফ্যাব্রিক্স লিমিটেড – কোয়ালিটি সেকশন (২০১২)
  • সাত্তার টেক্সটাইল মিলস লিমিটেড – সহকারী থেকে অপারেটর (২০১২–২০১৬)
  • জেএসএম টেক্সটাইল মার্কেটিং – (২০১৭)
  • লিবার্টি নিটওয়্যার লিমিটেড (মাইক্রোফাইবার গ্রুপ) – ২০১৭ থেকে বর্তমান

অবদান

প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। জটিল টেকনিক্যাল বিষয়গুলোকে সহজ ভাষায় উপস্থাপন করে সমাজের ইতিবাচক পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখতে চাই।

  • সৃজনশীল ওয়েব ডিজাইন ও প্রযুক্তিগত সহায়তা
  • জীবনমুখী শিক্ষা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণ
  • সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি

নাগরিক সচেতনতা

একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সচেতনতাই প্রধান শক্তি। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আমি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার মূল লক্ষ্য—ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।

বর্তমান কাজ

  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট

    ব্যবহারকারীর সুবিধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরির কাজ করছি।

  • ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন

    শিক্ষা ও সচেতনতামূলক জটিল বিষয়গুলো ভিডিও এবং আর্টিকেলের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করছি।

  • সমাজসেবামূলক উদ্যোগ

    মানবিক কার্যক্রম এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় সাধ্যমতো অংশগ্রহণের চেষ্টা অব্যাহত আছে।

ব্লগ থেকে

টেলিগ্রামে যুক্ত হয়ে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন।

যুক্ত হোন !

নামাজ: মুমিন জীবনের সবচেয়ে বড় শক্তি

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু একটি ফরজ দায়িত্বই নয়, বরং একজন মুমিনের জীবন গঠনের প্রধান মাধ্যম। প…

স্বাগতম | Welcome to By Anwarul

স্বাগতম By Anwarul ওয়েবসাইটে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। আমি MD Anwarul Islam । এই ওয়েবসাইটটি আমার ব্যক্তিগত ও …

Mathurapara BK High School SSC 2012 Batch – ব্যাচের বন্ধু ও শিক্ষক তালিকা

মথুরাপাড়া বি.কে. উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের সকল ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষকগণের তালিকা নিচে দেওয়া হলো। আমাদের এই ব্যাচের বন্ধুদে…

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

আমি কে এবং কী করি?

আমি মোঃ আনোয়ারুল ইসলাম—একজন ডিজিটাল ক্রিয়েটর ও ওয়েব ডিজাইনার। প্রযুক্তির শক্তি ব্যবহার করে শিক্ষা, সচেতনতা ও নৈতিক মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য কী?

আমার মূল উদ্দেশ্য হলো—ডিজিটাল কনটেন্টের মাধ্যমে মানুষের চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা এবং সমাজসেবামূলক কাজে মানুষকে উৎসাহিত করা।

ভবিষ্যৎ পরিকল্পনা কী?

দীর্ঘমেয়াদে আমার পরিকল্পনা হলো—ব্যবহারবান্ধব ওয়েব সলিউশন তৈরি করা, তথ্যভিত্তিক কনটেন্টের পরিধি বাড়ানো এবং সমাজসেবামূলক উদ্যোগগুলোকে আরও সংগঠিত রূপ দেওয়া।

আমার কাজের দর্শন কী?

আমার কাজের দর্শন অত্যন্ত সহজ—"বাস্তব প্রয়োজন ও জনকল্যাণ"। আমি বিশ্বাস করি, মেধা ও প্রযুক্তি তখনই সার্থক, যখন তা সরাসরি মানুষের উপকারে আসে।

আরও কিছু জানার থাকলে যোগাযোগ করুন