অনুসন্ধান পরামর্শ

টেলিগ্রামে যুক্ত হয়ে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন।

যুক্ত হোন !

দাবিত্যাগ

“By Anwarul” (https://byanwarul.blogspot.com/)–এ প্রকাশিত সকল কনটেন্ট শুধুমাত্র সাধারণ তথ্য, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রদত্ত কোনো তথ্যকে পেশাদার পরামর্শ, চিকিৎসা, আইনগত নির্দেশনা বা আর্থিক পরামর্শ হিসেবে গ্রহণ করা যাবে না।

তথ্যের নির্ভুলতা

এই ওয়েবসাইটের তথ্যসমূহ সর্বোচ্চ সতর্কতার সাথে প্রস্তুত করা হলেও, এর সম্পূর্ণ নির্ভুলতা বা হালনাগাদ থাকার নিশ্চয়তা প্রদান করা হয় না। তথ্য ব্যবহারের ফলে সৃষ্ট কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

তৃতীয় পক্ষের লিংক

এই সাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা বাহ্যিক লিংক থাকতে পারে। এসব সাইটের কনটেন্ট, নীতিমালা বা কার্যক্রমের ওপর “By Anwarul”-এর কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবহারকারী নিজ দায়িত্বে এসব লিংক ব্যবহার করবেন।

দায়বদ্ধতার সীমা

এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত, কার্যক্রম বা তার ফলাফলের জন্য “By Anwarul” অথবা এর মালিক কোনোভাবেই দায়ী থাকবে না।

পরিবর্তন ও হালনাগাদ

প্রয়োজন অনুযায়ী এই Disclaimer–এ যেকোনো সময় পরিবর্তন বা হালনাগাদ করা হতে পারে। পরিবর্তনসমূহ এই পেজে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।

যোগাযোগ

এই Disclaimer সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামতের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:

📧 ইমেইল: mdanwarulislam@proton.me
🌐 ওয়েবসাইট: https://byanwarul.blogspot.com/